বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মেহেরপুরে ১০ কোটি হাতিয়ে নিয়েছে কোমলডটকম

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে লোভনীয় প্রলোভন দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কোমল ডট কমের বিরুদ্ধে। তবে টাকা আয়ের জন্য ১ হাজার থেকে ৫ লাখ টাকার মূল্যের  প্যাকেজ কিনে সদস্য হতে হবে। প্রতি প্যাকেজে সদস্যদের হাজারে ৪০ টাকা করে লাভ দেওয়া হবে। এই প্রলোভনে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪০০ জন ১০ কোটি টাকা বিনিয়োগ করে। ভুক্তভোগীদের অভিযোগ জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মোহাম্মদ লিমন খান কিছু দিন আগে ঢাকায় থাকত। ঢাকায়  এই প্রতারক চক্রের সঙ্গে সম্পর্ক হওয়ার পর  মেহেরপুরে ফিরে আসে। এরপর লিমন খান  বিভিন্ন জনকে লোভনীয় লাভের আশ্বাস দেখিয়ে কমলের প্যাকেজ কিনতে প্ররোচিত করে। জেলার বিভিন্ন এলাকায় লোভনীয় অফার দিয়ে প্রায় ৪০০ সদস্য করেন। এ সব সদস্য ১ থেকে ৫ লাখ টাকা জমা দিয়ে সদস্য হন। এ সব সদস্যরা প্রায় ১০ কোটি টাকার বিনিয়োগ করেন। গত ৩১ ডিসেম্বর থেকে সাইটটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে লাভ তো দূরের কথা আসল টাকাই পাচ্ছে না ভুক্তভোগীরা।

সর্বশেষ খবর