বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ক্রেতা সংকটে বিপাকে পিঁয়াজ আমদানিকারকরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও ক্রেতা সংকটে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। নতুন করে শুল্ক বাড়ায় পিঁয়াজ আমদানি করে লোকসানে পড়েছেন তারা। হিলির পিঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, বাজারে এখন দেশি পিঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাছাড়া মিয়ানমার থেকেও পিঁয়াজ আসায় চাহিদা কমেছে ভারতীয় পিঁয়াজের। আমরা যে পিঁয়াজ তাদের (ভারতের) কাছে চেয়েছি বা তারা যেটি দেখিয়েছে সেই পিঁয়াজ পাঠায়নি। তারা পিঁয়াজ দিয়েছে ছোট সাইজের আবার অনেক পিঁয়াজে গাছ বেরুচ্ছে যে কারণে এই পিঁয়াজ কেউ নিতে চাচ্ছে না। আরেক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, বর্তমানে বন্দরে ভারতের ইন্দোর জাতের পুরানো পিঁয়াজ কেজিপ্রতি ১৮-২০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইন্দোর জাতের নতুন ছোট পিঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-২৬ টাকা দরে। অথচ এই পিঁয়াজে আমাদের পড়তা ৩০ টাকার উপরে। হিলিতে পিঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুল গফুর বলেন, দেশে পিঁয়াজের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে বন্দর দিয়ে যে পিঁয়াজ আসছে তাতে গাছ হয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর