বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিএনপির ৩১ নেতা কর্মী জেলহাজতে

নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত বিএনপির ৩১ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের নেতৃত্বে ৮০ নেতা-কর্মী জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক ৪৯ জনের জামিন মঞ্জুর করেন এবং ৩১ জনকে জেলহাজতে পাঠান। ওই ৩১ জনের মধ্যে রয়েছেন নাটোর শহর বিএনপির সদস্যসচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আবুল, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। এর আগে ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল সকালে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ২০২১ সালের ২২ নভেম্বর নাটোর শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সে সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ওসি, সাংবাদিকসহ ২০ জন আহত হন। এতে পুলিশ বাদী হয়ে ১১৬ জনের নাম উল্লেখসহ ৫ শতাধিক অজ্ঞাত আসামি করে মামলা দেয়।

সর্বশেষ খবর