বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু এবং ছাত্রলীগ ইতিহাসের পাতায় পাতায় : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বলেছেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আছে। বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। দেশের ইতিহাসের পাতায় পাতায় বাংলাদেশ ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুর নাম লেখা আছে। স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস এবং বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জন্মের শুরু থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

-বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

সোনারগাঁয়ে ভুয়া পুলিশ আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা দেওয়া রাকিব নামে এক যুবকের কাছে ৩০ হাজার টাকা ঘুষ নিতে এসে রহমত উল্লাহ নওশাদ ও নাসির ঢালী নামে দুজন ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে আটক করে এলাকাবাসী। গতকাল নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর ইয়াউর রহমান ভুয়া পুলিশ পরিচয়দানকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। রহমত উল্লাহ নওশাদ ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা এবং নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভাড়াটিয়া। তারা দুজনই বড় ধরনের প্রতারক চক্রের হোতা। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় একাধিক মামলা রয়েছে। নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই ইয়াউর রহমান জানান, গতকাল সোনারগাঁয়ের উত্তর জাইদেরগাঁও গ্রামে পুলিশ পরিচয়ে রাকিব নামে এক যুবককে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে। এ সময় তাদের সন্দেহ হলে এলাকাবাসীর হাতে আটক হয় রহমত উল্লাহ নওশাদ ও নাসির ঢালী নামে দুজন প্রতারক।

-সোনারগাঁও প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর