শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রেললাইনের কমনরেল ভেঙে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

রেললাইনের কমনরেল ভেঙে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

জয়দেবপুর-রাজশাহী রেললাইনের কালিয়াকৈরের বক্তারপুরে কমনরেল ভেঙে পড়েছে। এ ঘটনার পর থেকে প্রায় আট ঘণ্টা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্র জানান, বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশনের পুব পাশে বক্তারপুরে রেললাইনের কমনরেল গতকাল সকাল ৮টার দিকে ভেঙে যায়। এলাকাবাসী রেল কর্তৃক্ষকে খবর দিলে তারা ভাঙা কমনরেলের নিচে একটি কাঠের খন্ড বসিয়ে দেন। এরপর ওই ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করে। বিকাল ৩টার দিকে জয়দেবপুর থেকে মেরামতকারী টিম গিয়ে ভাঙা কমনরেল জোড়া দিলে ট্রেন চলাচল স্বভাবিক হয়। বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশনের মাস্টার তাওলাদ হোসেন জানান, অনেক সময় রেললাইনের কমনরেলের নিচে পাথর না থাকায় এবং শীতকালে এ রকম ভেঙে যায়। তবে অংশ জোড়া দেওয়ার আগে সকাল থেকে ধীরগতিতে ট্রেন চলাচল করেছে।

সর্বশেষ খবর