শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফরিদপুরে পাসপোর্ট অফিসের পাঁচ দালাল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে পাঁচ দালালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা। গ্রেফতারকৃতরা হলেন শহরের কমলাপুর তেঁতুলতলা মহল্লার নাদিম হাসান, পূর্ব আলীপুর রওশন খান সড়কের তারিকুর রহমান ওরফে নাইম, দক্ষিণ কমলাপুর মহল্লার রাব্বি মোল্যা, চাঁদমারী ঈদগাহ মহল্লার আল আমিন শেখ ও ডিআইবি বটতলা মহল্লার মোজাম্মেল হোসেন শিমুল। সংবাদ সম্মেলনে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে পাসপোর্ট অফিসের সামনে এক ব্যক্তিকে আটক করে জোরপূর্বক টাকা আদায় করছে কয়েক যুবক। ডিবি পুলিশ গিয়ে আটক ব্যক্তিকে উদ্ধার ও অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করে।

গ্রেফতার নাদিম হাসানের মালিকানাধীন বিসমিল্লাহ ট্রেডার্সে তল্লাশি চালিয়ে পাসপোর্টের লেনদেন-সংক্রান্ত পাঁচটি হিসাব খাতা, ডায়েরি, পাসপোর্টের টাকা জমা দেওয়ার চালান, দুটি মনিটর, দুটি হার্ডডিস্ক ও ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা করে। দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের দালালির কাজে জড়িত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান। এ ঘটনায় সদরপুর উপজেলার মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের জুলহাস মিয়া বাদী হয়ে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। গোয়েন্দা পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গতকাল আদালতের মাধ্যমে এদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর