শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কনকনে ঠান্ডায় স্থবির কুড়িগ্রামের জনজীবন

কুড়িগ্রাম প্রতিনিধি

তিন দিন ধরে উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কুয়াশা আর মেঘে দিনের বেশির ভাগ সময় ঢেকে থাকে পুরো জনপদ। সকালে দেখা মেলে না সূর্যের। দুপুর গড়ানোর পর সূর্যের মুখ দেখা গেলেও রোদের উত্তাপ তেমন অনুভূত হয় না। ফলে এ জেলার খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। শীত উপেক্ষা করে কেউ কেউ বাইরে বের হলেও তাদের কষ্টের শেষ নেই। দুর্ভোগ বেড়েছে গরু-ছাগলসহ গবাদি পশুর। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, গতকাল ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা এর আগের দিনের চেয়ে তিন ডিগ্রি কমেছে। শীতবস্ত্রের অভাবে অতিকষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র মানুষের। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট চরমে পৌঁছেছে।

জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, কুড়িগ্রামে এবারের শীতে ছিন্নমূল মানুষদের যাতে কষ্ট পেতে না হয় সে জন্য এরই মধ্যে ৩৫ হাজার কম্বল দেওয়া হয়েছে।

৯ উপজেলায় আরও ১ কোটি ৯ লাখ টাকার শীতবস্ত্র ক্রয়সহ তা উপজেলা পর্যায়ে ইউএনওদের মাধ্যমে বিতরণ চলছে।

সর্বশেষ খবর