রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুশ্চিন্তা নিয়ে হাওরে বোরো আবাদ

নেত্রকোনা প্রতিনিধি

দুশ্চিন্তা নিয়ে হাওরে বোরো আবাদ

দুশ্চিন্তা মাথায় নিয়েই নেত্রকোনার হাওলাঞ্চলে চলছে পুরোদমে বোরো আবাদ। হাওরের কৃষকদের একমাত্র ফসল এটি। এই ফসলের ওপর নির্ভরশীল এ অঞ্চলের কৃষক। হাওরের পানি এখনো পুরোপুরি না সরায় দেরিতে চারা রোপণ করতে হচ্ছে কৃষকদের। যে কারণে ফসল তোলার সময় আবার হাওরে পানি আসার দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। রয়েছে ডিজেল ও সারের বাড়তি দাম নিয়ে উৎকণ্ঠা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর নেত্রকোনায় ১ লাখ ৮৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি বছর চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৭০২ মেট্রিক টন। এর মধ্যে হাওলাঞ্চলে বোরো আবাদ হচ্ছে ৪০ হাজার হেক্টর। জেলার সবচেয়ে বড় ডিঙ্গাপোতা হাওর ঘুরে দেখা গেছে, প্রতি বছরের মতো পানিতে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও জমি আবাদ করে যাচ্ছেন কৃষক। এ ছাড়া এবার ডিজেল ও সারের বাড়তি মূল্যের কারণে ক্ষুদ্র ও মাঝারি কৃষক হিমশিম খাচ্ছেন।

অনেকের ঋণ করে জমি চাষ করতে হয়। মল্লিকপুর গ্রামের লিংকন তালুকদারসহ কয়েকজন কৃষক এবং শ্রমিক জানান, দিনে দিনে পলি জমে এবং অপরিকল্পিত বাঁধ ও ফিশারি ব্যবসার কারণে দুই বছর ধরে হাওরের পানি সরতে দেরি হয়। যে কারণে ফসল পাকতে পাকতে পুনরায় হাওরে পানি আসার সময় হয়ে পড়ে। আবার আগাম পানি এলে তলিয়ে যায় পুরো হাওর। এসব নিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা।

সর্বশেষ খবর