রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাজা পাওয়া আসামির মুক্তি দাবি আওয়ামী লীগের

যুবদল নেতা হত্যা মামলার রায়

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে হত্যা মামলার সাতজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে সদর উপজেলা দত্তপাড়া বাজার এলাকায় ‘ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। চাঞ্চল্যকর ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলায় একই পরিবারের ছয়জনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয় আদালত। এ মামলার সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ মেম্বার ও তার পাঁচ ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে আদালতের রায় পুনর্বিবেচনার দাবি করেছেন মানববন্ধনে উপস্থিত নেতা-কর্মীরা। দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, যুবলীগ নেতা মনির হোসেন রুবেল, মঞ্জুরুর হাসান টিটু, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম, সাধারণ সম্পাদক আল আমিন গাজী প্রমুখ। বক্তারা বলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন হত্যার ঘটনার সময় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আজিজ মেম্বার বর্তমান ইউপি চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিনের সঙ্গে অন্যত্র বসা ছিলেন। তাছাড়া তার পাঁচ ছেলে সবুজ, বিপ্লব হোসেন বিপ্লব, ইব্রাহিম, মানিক ও ইসমাইল হোসেন ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। অথচ বিএনপির রাজনৈতিক ষড়যন্ত্রে আজিজ মেম্বার ও তার ছেলেদের মামলায় ফাঁসানো হয়েছে।

সর্বশেষ খবর