রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বনভান্তের জন্মোৎসবে হাজারো পুণ্যার্থী

রাঙামাটি প্রতিনিধি

বনভান্তের জন্মোৎসবে হাজারো পুণ্যার্থী

রাঙামাটিতে বনভান্তের দেহধাতুতে শ্রদ্ধা জানাতে আসা ভক্ত-পুণ্যার্থীরা

রাঙামাটিতে বৌদ্ধ আর্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৩তম জন্মদিন উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ভোরে রাজবন বিহারে ভিক্ষুসংঘের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় নানা আয়োজন ছিল। এতে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে হাজারো ভক্ত-পুণ্যার্থী অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে কেক কাটেন বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। পরে রাজবন বিহারে সংরক্ষিত বনভান্তের দেহধাতুতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান ভিক্ষুসংঘসহ পুণ্যার্থীরা।

 

সর্বশেষ খবর