রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু

লালমনিরহাট প্রতিনিধি

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু

দুই পাশে রাস্তা নির্মাণ না করায় কাজে আসছে না সেতু। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় দুই বছর আগে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের খুনিয়া ছড়ারপাড় নামক এলাকায় সেতুটি নির্মাণ করা হয়। জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুরের অর্থায়নে ওই ছড়ারপাড় এলাকায় মাঝারি আকারের হাইড্রোলিক স্ট্রাকচার (ফুট ব্রিজ) নির্মাণ করা হয়। ২০২০ সালের ২০ মার্চ ব্রিজের কাজ শেষ হয়। দুই পাশে (অ্যাপ্রোচ সড়ক) রাস্তা নির্মাণ না করলেও নির্মাণ ব্যয় পরিশোধ করে বিএডিসি। ব্রিজের দক্ষিণ পাশে খুনিয়া ছড়া বার হাত কালির পাঠ এলাকা। উত্তর দিকে মেদুয়ারকুটি। কৃষি কাজের ওপর নির্ভরশীল দুই এলাকায় কয়েক হাজার মানুষের বাস। ব্রিজটি যেন দুই গ্রামকে বিভক্ত করে রেখেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা না থাকায় প্রায় দুই বছর ধরে সেতুটি তারা ব্যবহার করতে পারছেন না। কোনোমতে হেঁটে চলাচল করতে পারলেও রিকশা, ভ্যানসহ যানবাহন পারাপার করা যায় না। বারবার রাস্তা নির্মাণের তাগিদ দিলেও আমলে নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই এলাকার আবদুল খালেক বলেন, সরকার যাতায়াত ও অন্যান্য সুবিধার জন্য সেতুটি তৈরি করলেও তার সুফল জনগণ পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দা সোলায়মান আলী সবুজ বলেন, এলাকার ফসল পারাপার নিয়ে বিড়ম্বনায় পড়েন কৃষকরা। ব্রিজটি গ্রামবাসীকে ভোগান্তিতে ফেলেছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান জানান, তিনি ওই সেতুটি পরিদর্শন করে বিএডিসি-রংপুর কর্তৃপক্ষকে রাস্তা নির্মাণের কথা বলেছেন। তারা আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ে ব্রিজের দুই পাশে রাস্তা নির্মাণের ব্যবস্থা করবেন।

সর্বশেষ খবর