রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চিকিৎসকের পাঁচ পদ শূন্য ১৬ বেডের চারটি নষ্ট

রামেক হাসপাতালের বার্ন ইউনিট

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ১০ চিকিৎসকের মধ্যে পাঁচজন দিয়ে চিকিৎসা চলছে। এ ছাড়া ১৬টি বেডের মধ্যে সচল রয়েছে মাত্র ১২টি বেড।  দগ্ধ ২৪ জন রোগীকে অন্য ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। এ ওয়ার্ডে চিকিৎসাধীন পুরুষ, মহিলা ও শিশুদের সেবা দেওয়ার জন্য রয়েছেন মাত্র পাঁচজন চিকিৎসক। এ ছাড়া শিক্ষানবিশ চিকিৎসক আর আয়াদ্বারা রোগীদের  চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। খাতা-কলমে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে সাত চিকিৎসক ও তিনজন প্রভাষক দায়িত্বে থাকার কথা। বর্তমানে বার্ন ইউনিটের অধীনে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বার্ন ইউনিটে ১২ জন চিকিৎসাধীন রয়েছে। অন্য তিনটি ওয়ার্ডে আটজন করে রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আটজন শিশু, আটজন নারী ও আটজন পুরুষ রয়েছেন। এদিকে বার্ন ইউনিটে কয়েকজন রোগী ও তাদের সজন অভিযোগ করেন, বার্ন ইউনিটে ভালো সেবা নেই। চিকিৎসক নেই। চিকিৎসাও ব্যয়বহুল। স্যালাইন ছাড়া হাসপাতাল থেকে আর কিছুই দেওয়া হয় না। বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এম এ হামিদ পলাশ জানান, মোট ১০টি পদ থাকলেও পাঁচজন কাজ করছি। ১৬টি বেডের মধ্যে চারটি বেড নষ্ট থাকায় দগ্ধ রোগীদের অন্য ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর