রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

মুক্তিযোদ্ধার জমির চারা নষ্ট করার অভিযোগ

ফরিদপুরের সালথায় মো. কাজী মাইনুদ্দীন নামে এক বীর মুক্তিযোদ্ধার জমির রোপণ করা হালি পিঁয়াজের চারা বিষাক্ত ওষুধ দিয়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। প্রথমে তার পিঁয়াজের দানা নষ্ট করা হয়। পরে তিনি হালি পিঁয়াজের চারা কিনে এনে জমিতে রোপণ করলে- তাও নষ্ট করে দেওয়া হয়। সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামের বাসিন্দা ওই বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তবে কী কারণে কারা তার ফসলের ক্ষতি করছে তা পরিষ্কার করে বলতে পারছেন না তিনি। বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দীন অভিযোগ করে বলেন, বাড়ির সামনে জোগারদিয়া মাঠে থাকা আমার জমির ফসল মাঝে মাঝেই রাতের আধারে নষ্ট করে দেওয়া হয়। কয়দিন আগে ১৫ কেজি হালি পিঁয়াজের দানা ক্রয় করে বপন করেছিলাম। সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতার জমির পিঁয়াজের এভাবে ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। এটা শত্রুতা থেকে হয়েছে।

-ফরিদপুর প্রতিনিধি

 

মাঝির প্রচেষ্টায় রক্ষা পায় ৩০ প্রাণ

নদীর মধ্য থেকে মানুষের চিৎকার শোনা যাচ্ছে অনুমান করে সেদিকে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে ৩০ জনের জীবন রক্ষা করেন মাঝি আবু তালেব। গত সন্ধ্যায় এ তথ্য জানান ফতুল্লার বক্তাবলী খেয়াঘাট এলাকার মাঝি আবু তালেব। বুধবার সকালে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে ডুবে যায় ইঞ্জিনচালিত নৌকা। নদীতে পড়ে যাওয়া যাত্রীদের চিৎকার শুনে সেখানে ছুটে যান আবু তালেব।

সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘চারদিকে ঘন কুয়াশা। কিছু দেখা যাচ্ছিল না। শুধু চিৎকার শুনছিলাম। আমি তখন নৌকা নিয়ে নদীর মধ্যে। কোথা থেকে চিৎকারের শব্দ আসছে বুঝতে পারছি না। তীরে না গিয়ে শব্দ ধরে একটু এগোতেই দেখি নদীতে মাথা আর মাথা, সবাই হাত নাড়াচ্ছেন। বাঁচানোর জন্য ডাকছেন। দ্রুত তাদের কাছে নৌকা নিয়ে যাই। ২৫-৩০ জনকে নৌকায় টেনে তুলি। এর মধ্যে অনেকেই আমার ছেলে কই, আমার ভাই কই বলে চিৎকার করছিলেন।’

-নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

নোয়াখালীর সেনবাগ উপজেলার নাজির নগর যুব কল্যাণ সংঘের আয়োজনে গতকাল শীতবস্ত্র বিতরণ, বিবাহে অনুদান ও ছিলোনিয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর

-বাংলাদেশ প্রতিদিন

 

৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সুন্দরবনের কুমির

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার করা হয়েছে সুন্দরবনের লবণপানি প্রজাতির একটি কুমির। বাগেরহাটের রামপাল উপজেলার কালেখার গ্রামের এক বাড়ি থেকে গতকাল সকালে কুমিরটি উদ্ধার করেন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সদস্যরা। দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে কুমিরটি অবমুক্ত করা হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘কালেখার গ্রামে এক জেলে খালে জাল দিয়ে মাছ ধরার সময় কুমিরটি আটকা পড়ে। তিনি কুমিরটি দেখে ভয় পেয়ে মেরে ফেলতে চাইলে রাজু নামে এক ব্যক্তি জালসহ কুমিরটি তার বাড়ি নিয়ে যান। তিনি এ ব্যাপারে সাহায্য চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। ৯৯৯ থেকে বিষয়টি পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেনকে জানানো হয়। দ্রুত করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সদস্যরা রাজুর বাড়ি গিয়ে কুমিরটি উদ্ধার করেন।’

-বাগেরহাট প্রতিনিধি

 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল পানিতে ডুবে ইয়ামিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে। জানা যায়, দুপুরে বাড়ির লোকজনের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এদিকে পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে নিলয় (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর ইউনিয়নের পশ্চিম লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিলয় একই এলাকর বিমল বাঝির ছেলে। বাড়ির লোকজন জানায়, নিজ বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে পুকুরের পানিতে পরে যায় নিলয়। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

-ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর