সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নদীগর্ভে মসজিদ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

নদীগর্ভে মসজিদ

ময়মনসিংহের ফুলপুরে ঠিকাদারের অবহেলায় ও পানি উন্নয়ন বোর্ডের যথাযথ তদারকি না থাকায় বহু বছরের পুরাতন ঐতিহ্যবাহী দনারভিটা জামে মসজিদটি নদীগর্ভে ধসে অস্তিত্ব সংকটে পড়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী ঠিকাদারের বিরুদ্ধে দুদকে অভিযোগ পাঠিয়েছেন। মসজিদটি শেরপুরের নালিতাবাড়ী থেকে বয়ে আসা ভোগাই নদীর পূর্ব পাড়ে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে মৃত মুফিজুদ্দিন মেম্বারের বাড়ির পাশে অবস্থিত। এতে জুমার দিন ১৫০ থেকে ২০০ মুসল্লি নামাজ আদায় করে থাকেন বলে জানান, মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ ও মুয়াজ্জিন মোফাজ্জল হোসেন। মসজিদটি ধসে পড়ায় দুশ্চিন্তা ও দুর্ভোগে পড়েছেন স্থানীয় মুসল্লিরা। সরেজমিন দেখা যায়, মসজিদের পশ্চিম পাশঘেঁষা ভোগাই নদী। নদীতে মসজিদের মেহরাবের সম্পূর্ণ অংশ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে। আর দক্ষিণ ও উত্তর পাশের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। রূপচান মিয়া নামে স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, মসজিদটি ভাঙনের মুখে দেখে পানি উন্নয়ন বোর্ডের জন্য ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে তসলিম নামে একজন ঠিকাদার এই কাজটি পান। তিনি অদক্ষ লোক দিয়ে কাজ করাতে গিয়ে মসজিদ থেকে অল্প দূরে নদীতে খুঁটি গাড়তে বোরিং করায় এবং বোরিংয়ে তাৎক্ষণিক খুঁটি না গেড়ে দেরি করায় মসজিদের গোড়ার মাটি সরে যায় এবং মসজিদের পাশের পাড় ভেঙে মেহরাব নদীতে ধসে পড়ে যায় ও দেয়ালে বড় ধরনের ফাটল ধরে। পরে ঠিকাদার কিছু জিও ব্যাগ দিয়ে ভাঙনরোধের চেষ্টা করলেও রোধ হয়নি বরং অস্তিত্ব সংকটে পড়েছে মসজিদটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর