শিরোনাম
সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মেঘনার তীর রক্ষায় বাঁধ নির্মাণ শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মেঘনার ৩১ কিলোমিটার এলাকার নদীতীর রক্ষায় ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বর হাটে প্রধান অতিথি হিসেবে সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উন্নত পানিসম্পদ ব্যবস্থাপনাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা যেন নিরাপদে থাকে। মেঘায় এ প্রকল্প সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের জীবনমান বদলে যাবে। রামগতি ও কমলনগর উপজেলার লাখো মানুষের বহুল প্রত্যাশিত এ বাঁধ নির্মাণের ফলে জনমনে স্বস্তি বিরাজ করছে।

সর্বশেষ খবর