শিরোনাম
সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৭ কিলোমিটার সড়কে দুর্ভোগ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

৭ কিলোমিটার সড়কে দুর্ভোগ

কুমিল্লার নাঙ্গলকোট-জোড্ডা-বক্সগঞ্জ সড়ক। এ সড়কের নাঙ্গলকোট থেকে জোড্ডা অংশের দৈর্ঘ্য ৭ কিলোমিটার। এই ৭ কিলোমিটারে ১ হাজারের বেশি গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের এমন বেহাল দশায় দুর্ভোগ বেড়েছে ৪ লাখ মানুষের। সূত্র জানায়, নাঙ্গলকোট পৌরসভা, আদ্রা, জোড্ডা পূর্ব ও পশ্চিম, বটতলীর একাংশ, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও সাতবাড়িয়া ইউনিয়নের সংযোগ সড়ক এটি। এ ছাড়া নাঙ্গলকোটের দক্ষিণাঞ্চলের মানুষ নোয়াখালীর সেনবাগ উপজেলা ও ফেনী সদরে যাতায়াতেও এ সড়ক ব্যবহার করেন। এক বছরের বেশি সময় ধরে সড়কটির অচলাবস্থা চলছে। আগের তুলনায় যান চলাচল কমে গেছে। অনেকে বিকল্প সড়ক ব্যবহার করছেন। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে আছে। দূর থেকে গর্তগুলোকে ডোবা মনে হতে পারে। প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়ছে গর্তে। বিশেষ করে সড়কের শ্রীহাস্য, আটঘরা, শংকরপুর ও ধাতীশ্বর এবং পৌরসভার দাউদপুর এলাকার অংশ একেবারেই নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই ভাড়া বেড়ে যায় এ সড়কে। যেমন-দিনে নাঙ্গলকোট থেকে জোড্ডার ভাড়া ৩০ টাকা। সন্ধ্যায় ওই ভাড়া ৪০ এবং রাতে ৫০-৮০ টাকা হয়ে যায়।

সর্বশেষ খবর