সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ক্ষমতায় যেতে চোরাগলি খুঁজে লাভ হবে না : শামীম

বিএনপি নেতাদের উদ্দেশে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য চোরাগলি খুঁজে লাভ হবে না। দেশবাসী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ যত দিন চাইবে আওয়ামী লীগ তত দিন ক্ষমতায় থাকবে। ফাঁকা বুলি আউড়িয়ে লাভ হবে না। সংসদ ভবনের নিজ বাসা থেকে গতকাল বিকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নড়িয়ার চামটা ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী প্রমুখ। উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন ও আওয়ামী লীগের উদ্যোগে ১ হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানুষের পাশে থাকেন। সব দুর্যোগে একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগই গরিব-অসহায় মানুষের পাশে ছিল, আছে, থাকবে।     -শরীয়তপুর প্রতিনিধি

 

দুই দিনের রিমান্ডে পাঁচ আসামি

দুই গারো কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ময়মনসিংহের ৬ নং জিআর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

ডিবি পুলিশের হাতে গ্রেফতার আসামিরা হলো- শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আব্দুল হামিদ (১৯) এবং রুকন মিয়া (২১)। এর আগে শনিবার ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার নথিভুক্ত চার আসামি ও একজন সন্দেহভাজন আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করে। ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ওই পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত দুই দিনের  রিমান্ড মঞ্জুর করেন। গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা গ্রামে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার এক কিশোরীর বাবা।           -ময়মনসিংহ প্রতিনিধি

 

মেঘনার তীর রক্ষায় বাঁধ নির্মাণ শুরু

লক্ষ্মীপুরে মেঘনার ৩১ কিলোমিটার এলাকার নদীতীর রক্ষায় ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বর হাটে প্রধান অতিথি হিসেবে সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উন্নত পানিসম্পদ ব্যবস্থাপনাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা যেন নিরাপদে থাকে। মেঘায় এ প্রকল্প সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের জীবনমান বদলে যাবে। রামগতি ও কমলনগর উপজেলার লাখো মানুষের বহুল প্রত্যাশিত এ বাঁধ নির্মাণের ফলে জনমনে স্বস্তি বিরাজ করছে।       -লক্ষ্মীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর