সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হিলিতে কমছে পিঁয়াজের দাম, খুশি ক্রেতা

হিলি প্রতিনিধি

হিলিতে কমছে পিঁয়াজের দাম, খুশি ক্রেতা

আমদানি বাড়ায় মাত্র এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পিঁয়াজের দাম কমেছে কেজিতে ৪/৫ টাকা। ফলে ক্রেতার মুখে হাসি ফুটেছে। এক দিন আগেও বন্দরে প্রতি কেজি নতুন ইন্দোর জাতের ছোট আকারের পিঁয়াজ ৩১/৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পিঁয়াজের দাম কিছুটা কমায় খুশি বন্দরে পিঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ, দাম আরও কমার দাবি তাদের। হিলি স্থলবন্দরের পিঁয়াজ ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পিয়াজ উঠার ফলে বাজারে দেশীয় পিঁয়াজের সরবরাহ বেড়েছে। সেই সঙ্গে দাম কম থাকায় দেশের বাজারে ভারতীয় পিঁয়াজের চাহিদা আগের তুলনায় কমে যায়। অপরদিকে মৌসুম শেষ হওয়ার কারণে ভারতীয় পুরনো পিঁয়াজের মান খারাপ হওয়ায় ও আমদানিকৃত পিঁয়াজে গাছ গজিয়ে যাচ্ছিল।এমন অবস্থায় ভারত থেকে পিঁয়াজ আমদানি করে লোকশান গুনতে হচ্ছিল বন্দরের আমদানিকারকদের। এছাড়া লোকসান থেকে বাঁচতে বন্দর দিয়ে পিঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছিলেন বন্দরের আমদানিকারকরা। এতে করে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র ৩ ট্রাক পিঁয়াজ আমদানি হয়েছিল যাতে করে দাম বাড়তির দিকে ছিল। তবে আবারও দেশের বাজারে দেশীয় পিঁয়াজের দাম আগের চেয়ে কিছুটা বাড়ার কারণে ভারতীয় পিঁয়াজের চাহিদা বাড়ায় আবারও পিঁয়াজের আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা। এতে করে আবারও দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ার কারণে এবং ভারতের বাজারেও দাম কিছুটা কমার কারণে দেশের বাজারে পিঁয়াজের দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৩ ট্রাক পিঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার বন্দর দিয়ে আমদানির পরিমাণ বেড়ে ১৯ ট্রাকে ৫২৯ টন পিঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পিঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। হিলি বাজারের ক্রেতা নাসিরউদ্দিন বলেন, পিঁয়াজের দাম কমে যাওয়ায় আমরা স্বস্তিতে আছি। এভাবে দাম কমতে থাকলে আমাদের আরও বেশি উপকার হবে। তবে পিঁয়াজের বর্তমান দাম স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর