সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জমির বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে আবদুল মান্নান ওরফে মুন্নাকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন মুন্নার স্ত্রী, ছেলে ও নাতি। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মুন্না হত্যার বিচার দাবিতে গতকাল সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার মাজুখান এলাকার আবদুল মান্নান ওরফে মুন্নার সঙ্গে প্রতিবেশী সেলিম হোসেনের জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। শুক্রবার মুন্না ও তার ছেলেরা তাদের জমির সীমানায় বেড়া দেন। খবর পেয়ে শনিবার সেলিম ও তার স্ত্রীসহ কয়েকজন এসে মুন্নার বাড়িতে হামলা ও বেড়ার টিন খুলে ফেলে। মুন্না বাধা দিলে তাকে এলোপাতাড়ি পেটায় হামলাকারীরা। স্ত্রী জাহানারা, ছেলে জাহাঙ্গীর ও নাতি জিসান এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রবিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলের মর্গে পাঠায়। অপরদিকে নিখোঁজের ছয় দিন পর কালিয়াকৈরের ঠেঙ্গারবান্ধ এলাকা থেকে গত শনিবার রাতে আবুল বাশার নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর