শিরোনাম
সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
শেখ হাসিনার বহরে হামলা

তিন আসামির আপিল মঞ্জুর হয়নি

সাতক্ষীরা প্রতিনিধি

কলারোয়ায় তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় তিন আসামির আপিল নামঞ্জুর হয়েছে। একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার আদেশ দিয়েছে আদালত। গতকাল সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকার সময় ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রায় দেয়। রায়ে  ৫০ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে আসামি সনজু, মাহফুজুর রহমান ও কনক আপিল করেন।

সর্বশেষ খবর