মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

পাবনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সৈয়দ দলিল উদ্দিন হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইশরাত জাহান মুন্নি এ রায় দেন। নিহত দলিল উদ্দিন পাবনা সদর উপজেলার মজিদপুর মহল্লার মৃত সৈয়দ মঈদ উদ্দিনের ছেলে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মজিদপুর গ্রামের দেওয়ান রতন (৪২), মো. ওয়াদুদ আলী (৪০)। রায়ের সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনী থেকে অবসর গ্রহণ করার পর ১৫ বছর ধরে এলাকায় একটি গভীর নলকূপসহ বেশ কিছু বিষয়ের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ২০০০ সালের ৩১ অক্টোবর রাতে মজিদপুর এলাকার গভীর নলকূপে পাহারারত অবস্থায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে আসেন কয়েকজন যুবক। এ ঘটনায় তিনি বাধা দিলে তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে সেই নলকূপের ভিতরে মরদেহ ফেলে বাইরে তালা লাগিয়ে যান আসামিরা।

সর্বশেষ খবর