মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাঁশের সাঁকোতেই ভরসা

শুভ্র মেহেদী, জামালপুর

বাঁশের সাঁকোতেই ভরসা

জামালপুরের মেলান্দহ উপজেলার বালুআটা গ্রামে একটি খালের দুই প্রান্তে পাকা সড়ক থাকলেও সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে অন্তত ১০ গ্রামের বাসিন্দারা। অনেকে বলছেন, ভরসা বাঁশের সাকোতে। এ ছাড়া বিকল্প কোনো পথ না থাকায় সাঁকোটিই তাদের একমাত্র ভরসা। শুকনো মৌসুমে কোনো মতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে পারলেও বর্ষা বা বন্যার সময় সাঁকোটি হয়ে পড়ে চলাচলের অযোগ্য। তাই নির্বিঘ্নে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বালুআটা গ্রামের একটি খালের দুই প্রান্তে রয়েছে পাকা সড়ক। কিন্তু খালের ওপর তৈরি হয়নি কোনো সেতু। তাই বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। বিকল্প কোনো পথ না থাকায় স্থানীয়দের চলাচলের জন্য এই বাঁশের সাঁকোটিই একমাত্র ভরসা। অথচ এ সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ২০ থেকে ২৫ হাজার মানুষ। উপজেলার বালুআটা, থুরী, তেঘরিয়া, বাঘাডোবা, পশ্চিম থুরী, রুচিয়ামারা, আদ্রা, গির্দা, মহিরামকুল, দুরসা বালুআটা গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত এই পথে। সাত বছর আগে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হলেও প্রায়ই মেরামত করতে হয় সাঁকোটি, যা খুবই ব্যয়বহুল। এ ছাড়াও শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করা গেলেও বর্ষা এবং বন্যার সময় খালের পানি বাড়ার পাশাপাশি স্রোতের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি। তখন ইউনিয়ন পরিষদের সেবা, রোগী নিয়ে যাতায়াত, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য বেশ কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হয় স্থানীয়দের, যা খুবই ভোগান্তির। এ ছাড়াও নড়বড়ে সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ চলাচল করলেও বৃদ্ধ ও অসুস্থ রোগী নিয়ে পথ চলা খুবই কঠিন। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য এসব এলাকার শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো দিয়ে যাতায়াত করে, মাঝে মাঝে ঘটে দুর্ঘটনাও। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও স্থানীয় বাজারের ব্যবসায়ীদেরও পণ্যসামগ্রী পরিবহনে পোহাতে হয় চরম ভোগান্তি। মেলান্দহের ৬ নম্বর আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম ফরহাদ বলেন, গত বছর পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর