মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তরমুজ আবাদে ব্যস্ত কৃষক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলায় গ্রামাঞ্চলে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পড়েছে। একটু যেন ফুরসুত নেই। গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা তরমুজ চাষে বেশি আগ্রহী হচ্ছেন। কিন্তু সার, বীজ ও কীটনাশকের দাম বেশি থাকায় দিশাহারা কৃষক। আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া, হলদিয়া, চাওড়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নে এ বছর ২ হাজার ৫ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর ছিল ১ হাজার ৯৯০ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর ৫১০ হেক্টর জমিতে বেশি তরমুজ চাষ হবে আশা করছেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম। গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা বেশি তরমুজ চাষে ঝুঁকছেন। আমন ধান কাটা শেষ হতে না হতেই তরমুজ চাষিরা জমি চাষাবাদ করে বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। এদিকে এ বছর সার, বীজ ও কীটনাশকের দাম গত বছরের তুলনায় বেশি। দাম বেশি থাকায় কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। ৫০ কেজির এক বস্তা টিএসপি সার ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০  টাকায় কিনতে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর