বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল

বহিষ্কার দাবি

ঝালকাঠি প্রতিনিধি

নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম লিটনকে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের দাবি উঠেছে। গতকাল উপজেলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ দাবি জানান। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জয়রাম তেওয়ারী, জহিরুল ইসলাম, আবু সালেহ প্রমুখ। বক্তারা বলেন, রফিকুল ইসলাম লিটনের অসামাজিক কার্যকলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

 দলের স্বার্থে তাকে আজীবন বহিষ্কার করা প্রয়োজন। 

এর আগে রফিকুল ইসলাম লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবর আবেদন করেন রাজাপুর উপজেলার ছয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা। অভিযুক্ত জিয়া হায়দার খান লিটন বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কারও অপকর্মের দায় দল নেবে না।

সর্বশেষ খবর