বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

খামারে আগুন, তিন গরু পুড়ে কয়লা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাবনাবহ এলাকায় গতকাল সকালে একটি খামারে আগুনে তিনটি গরু পুড়ে কয়লা হয়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরও দুটি গরু। বাবনাবহর খোরশেদ আলমের খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী। ততক্ষণে খামার এবং খামারের থাকা তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। আরও দুটি গরু দগ্ধ হয়। আগুনের উৎস জানা যায়নি। এদিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় অগ্নিকান্ডে শ্রমিক কলোনির ২৫ কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। ভোগড়া দক্ষিণপাড়ার কাদির মন্ডলের কলোনিতে গত সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

 

অস্ত্র-ইয়াবাসহ আটক ১০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত এলাকার ক্যাম্পের হাট থেকে মাইক্রোবাসে পালানোর সময় সোমবার রাতে অস্ত্র-গুলি, ইয়াবাসহ এক ভারতীয়সহ ১০ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটক ভারতীয় নাগরিক হলেন উত্তর দিনাজপুর জেলার জালাল উদ্দীনের ছেলে গফুর আলম। বাংলাদেশি চোরাকারবারি চক্রের সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, বিকাশ পাল, জাকির হোসেন, হযরত আলী, মনিরুল ইসলাম, বিষ্ণু পাল, পশিরুল ইসলাম  ও নাসিরুল ইসলাম। তাদের কাছ থেকে শুটারগান, দুই রাউন্ড গুলি, ইয়াবা ও ভারতীয় মালামাল জব্দ করা হয়। আটকরাসহ পলাতক ৯ জনের নামে থানায় অস্ত্র, মাদকসহ তিনটি মামলা হয়েছে।

-ঠাকুরগাঁও প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর