বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কমেছে বোরো, বেড়েছে গম চাষ

পঞ্চগড় প্রতিনিধি

কমেছে বোরো, বেড়েছে গম চাষ

উত্তরের জেলা পঞ্চগড়ে কমে যাচ্ছে বোরো ধানের আবাদ। বিপরীতে এবার বেড়েছে গমের চাষ। চাষিরা বলছেন ডিজেলের দাম বৃদ্ধির কারণে বোরো ধান থেকে এবার মুখ ফিরিয়ে নিয়েছেন তারা। কারণ বোরো ধানে খরচ বেশি। সেই তুলনায় গমের উৎপাদন খরচ কম। লাভ বেশি। তাই বোরো ধানের জমিতে এবার গমের আবাদ করেছেন তারা। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে গত নভেম্বর মাসে হঠাৎ করেই ডিজেলের দাম বাড়িয়ে দেয় সরকার। আগে ৬৫ টাকা থাকলেও প্রতিলিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয় ডিজেলের দাম। ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে চাষিরা বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নেন। তারা বলছেন বোরো আবাদে কয়েকবার সেচ দিতে হয়। আগে প্রতিবিঘা জমিতে সেচ দিতে ২ হাজার ৫০০ টাকা খরচ হতো। কিন্তু এবার খরচ হবে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকার মতো। প্রতিবিঘা জমিতে ২০ থেকে ২৫ মণ ধান উৎপাদন হতে পারে। সেচ, সার ও শ্রম খরচ বাদ দিলে এবারে বোরো আবাদে খুব বেশি লাভ হবে না। তবে ধানের বিক্রয় মূল্য বাড়ালে বোরো আবাদে আবার ফিরবেন তারা। অন্যদিকে গমের আবাদে সেচের খরচ কম। কারণ গমে খুব বেশি সেচ লাগে না। অন্যান্য খরচও কম। তাই গমে এবার বেশি লাভের আশা করছেন তারা। বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার মাটিতে পানির ধারণ ক্ষমতা কম। তাই এই উপজেলায় বেশি পরিমাণে সেচ দিয়ে পানি দিতে হয়। খরচও তাই বেড়ে যায়। তাই এই উপজেলার অধিকাংশ কৃষক এবার বোরো বাদ দিয়ে গমের আবাদে ঝুঁকেছেন। এই উপজেলার বৈরাগীগজ গ্রামের চাষি জবেদ আলী জানান, প্রতি বছর বোরো আবাদ করতাম। কিন্তু এবার ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে বোরো আবাদ করিনি। এবার গম চাষ করেছি। বোরোতে খরচ বেশি। এবার আরও বেশি খরচ হবে। সেই তুলনায় লাভ হবে না। বরং গমের ন্যায্যমূল্য পেলে এবার লাভ হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে ২০২০-২১ সালে এই জেলায় ১৮ হাজার ৬০ হেক্টর জমিতে গমের আবাদ হয়। এ বছর প্রায় ২২ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। অন্যদিকে গত বছর ৩০ হাজার ৯২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৫০০ হেক্টর। প্রতিবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও এবার লক্ষ্যমাত্রা থেকে বোরো  আবাদ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক শাহ মো. শাখাওয়াত হোসেন প্রিন্স জানান, ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য মূলত বোরো আবাদ কমেনি। চাষিরা আসলে অন্য ফসলের দিকে ঝুঁকছেন। এবারে বোরো আবাদ কমতে পারে। কারণ চাষিরা এবার গম ও ভুট্টা আবাদ বেশি করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর