বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্কুলে ভর্তি হতে না পেরে মানববন্ধন

সাভার প্রতিনিধি

ভর্তি হতে না পেরে গতকাল সকালে স্কুলের সামনের সড়কে অবস্থান ও মানববন্ধন করেছেন শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবকরা। এ সময় একজন অভিভাবক অসুস্থ হয়ে পড়েন। সাভার থানা রোডে এ মানববন্ধন করে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভর্তিচ্ছুরা। অভিভাবকরা বলেন, আমরা সন্তানদের ওই স্কুলে প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করিয়েছি। তারা পঞ্চম শ্রেণি শেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে এটাই স্বাভাবিক। আগে থেকে এভাবেই চলে আসছে। এবার ৬২ জন শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারছে না। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেলিম নামে এক শিক্ষার্থী জানায়, ম্যাডাম আমাদের বলেছিলেন, লটারি হলেও আমরা এখানেই ভর্তি হতে পারব। এখন ভর্তি হতে পারছি না। অন্য স্কুলে ভর্তিতে ১০-১২ হাজার টাকা লাগে। এতো টাকা পরিবার বহন করতে পারবে না। প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ জানান, এটা সরকারি প্রক্রিয়া। লটারিতে যারা সুযোগ পেয়েছে তারা ভর্তি হয়েছে।

 

 

সর্বশেষ খবর