বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ভুতের ভয়ে কলেজে মিলাদ

কুমিল্লা সরকারি মহিলা কলেজের হোস্টেলের মেয়েদের মধ্যে কয়েকদিন ধরে ভুত আতঙ্ক বিরাজ করছে। রাত হলে তারা অদ্ভুত শব্দ শুনতে পান। এ আওয়াজ সহজে বন্ধ হয় না। শব্দে গা শিউরে ওঠে ছাত্রীদের। আওয়াজ শুরু হলে রাতে সবাই বসে থাকেন। এ অবস্থা চলতে থাকায় গত সোমবার সন্ধ্যায় হুজুর ডেকে হোস্টেলে মিলাদ পড়ানো হয়। জানা যায়, হোস্টেলটির একটি ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নড়বড়ে ভবনটিতে বৃষ্টি হলে পানি পড়ে। বাতাস ও ভূমিকম্প হলে সবাই আঁতকে ওঠে। অপরদিকে হোস্টেলের পূর্ব দিকে বখাটেদের আনাগোনা রয়েছে। নবাব বাড়ি ও এর আশেপাশে প্রায়ই প্রকাশ্যে গাঁজা সেবন করে তারা। রাতেও উৎপাত থাকে। এ কারণে শিক্ষার্থীরা অদ্ভুত শব্দ শুনতে পারে বলে অনেকের ধারণা। কিছু ছাত্রীর ধারণা, এখানে আসলেই ভূতের উৎপাত আছে। কলেজ অধ্যক্ষ জামাল নাছের বলেন, ‘মেয়েরা ভয় পায়, তাই মিলাদ পড়িয়েছি। পরিত্যক্ত ভবন ও বখাটেদের উৎপাতের বিষয়টি সঠিক নয়’।

-কুমিল্লা প্রতিনিধি

 

মাদক সেবনের আসরে পালাক্রমে ধর্ষণের পর খুনের রহস্য উদ্ঘাটন

গাজীপুরে বহুল আলোচিত স্বপ্না হত্যা মামলার রহস্য তিন বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাদক সেবনের আসরে পালাক্রমে ধর্ষণের পর তাকে খুন করেছে হত্যাকারীরা। পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে এবং স্ত্রীর স্বীকৃতি না দিতে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার বরাব মসজিদ মার্কেট এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮), একই থানার ভান্নারা এলাকার ফজলুর রহমানের ছেলে মো. নাহিদ হোসেন (২৮) ও বরাব পশ্চিমপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৬)।  পিবিআইর ওই কর্মকর্তা জানান, ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈর থানার দক্ষিণ ভান্নারা এলাকার কেয়াম উদ্দিনের মেয়ে স্বপ্নার লাশ স্থানীয় হানিফ স্পিনিং মিলের পূর্ব পাশের বাউন্ডারি সংলগ্ন হাফেজ দেওয়ানের কাঠ বাগানের ভিতরে একটি গর্তে দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

-গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর