শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আহত পাঁচজন বার্ন ইউনিটে তিন সদস্যের তদন্ত কমিটি

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি

আহত পাঁচজন বার্ন ইউনিটে তিন সদস্যের তদন্ত কমিটি

নাঙ্গলকোটের বিরুলিয়া গ্রামে বেলুন ফোলানোর হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত পাঁচজনকে ঢাকায় নেওয়া হয়েছে। তারা হলেন- বিরুলিয়া গ্রামের বেলুন বিক্রেতা আনোয়ার (৩৫), আবদুর রব (২৭), সাব্বির হোসেন (১২),  সাইফুল (১০), পাশের পশ্চিম বামপাড়া গ্রামের ইমন হোসেন (১৫)। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আসিফ ইমরান বলেন, এ ঘটনায় ভর্তি হন ২২ জন। যাদের ৭ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছে। বাকি ১৫ জনের পাঁচজনকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- নাঙ্গলকোট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধি রয়েছেন। এদিকে কুমিল্লা জেলা প্রশাসন থেকে দগ্ধ রোগীদের জন্য গত রাতে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিরুলিয়া গ্রামের বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেন বেলুন ফোলানোর          সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

এতে অর্ধশতাধিক আহত হন। হাসপাতালে ভর্তি হন ৪১ জন।

সর্বশেষ খবর