শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মিটিং মিছিলে সরগরম মির্জাপুর

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল

টাঙ্গাইল প্রতিনিধি

মিটিং মিছিলে সরগরম মির্জাপুর

জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ মির্জাপুর শূন্য আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। এ আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন ভোটাররা। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উপজেলার প্রতিটি এলাকা পোস্টারে ছেয়ে গেছে। মিছিল-মিটিংয়ে সরগরম নির্বাচনী এলাকা। এ উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হলেন- আওয়ামী লীগের খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটর গাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী রূপা রায় চৌধুরী (ডাব)। গত বছরের ১৬ নভেম্বর এ আসনে জাতীয় সংসদের নির্বাচনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করা হয়। মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৩৭৯। এ বছর ১২১টি ভোট কেন্দ্রের ৭৫৬ কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর