শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হিলিতে মাস্ক ছাড়াই চলছে যাত্রী পরিবহন

হিলি প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হলেও দিনাজপুরের হিলিতে বাসগুলোতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। অধিকাংশ যাত্রীই মাস্ক ব্যবহার করছে না এমনকি অনেক বাসের চালক ও হেলপারদের মুখেও মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। ক্যামেরা দেখে দু-একজন মাস্ক পরার চেষ্টা করেন। যাত্রী ও চালক  হেলপারদের মাস্ক না ব্যবহারের রয়েছে নানা ধরনের অজুহাত। বাসযাত্রী শিল্পী রানী বলেন, আমি এক জায়গায় যাব তাড়াতাড়ি করে যেতে হবে যার কারণে দ্রুত বাড়ি থেকে বের হয়ে এসেছি। এতে করে মাস্ক নিতে ভুলে গেছি যার কারণে মাস্ক ছেড়েই চলে এসেছি। অপর যাত্রী শেরেগুল ইসলাম বলেন, দোকান বন্ধ থাকার কারণে মাস্ক নিতে পারিনি যার কারণে মাস্ক ছাড়াই বাসে উঠে পড়েছি। তবে সামনের যে  কোনো স্টপেজে মাস্ক কিনে নিয়ে পরব। বাসের  হেলপার সবুজ হোসেন বলেন, মাস্ক আছে ভাই কিন্তু পড়িনি সকালবেলা বের হয়েছি। তবে অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে এর পরবর্তীতে অবশ্যই মাস্ক পরব। বাসচালক মোসলেম উদ্দিন বলেন, আমরা সব সিটে যাত্রী নিয়ে পূর্বের ভাড়ায় বাস চালাচ্ছি। সরকার যে নির্দেশনা দিয়েছে সে মোতাবেক বাস চালাচ্ছি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এর কারণ  কেউ মাস্ক পড়তে চায় না, আমরা যাত্রীদের মাস্ক পরে বাসে উঠতে বলতেছি। করোনা বেড়ে গেছে আবার কিন্তু আমাদের কথা কেউ শোনে না বা কেউ মাস্ক পরছে না আগে যে তাদের মাঝে মাস্ক ব্যবহারের প্রথা ছিল সেটি আর কেউ পড়ছে না। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটিকে প্রতিরোধ করতে পরবর্তীতে আইনগত যে সব ব্যবস্থা রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান যদি পরিচালনা করতে হয় সেটিও করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর