শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নোয়াখালীতে বিমানবন্দরের পরিকল্পনা আছে : প্রতিমন্ত্রী

নোয়াখালীতে অস্থায়ী বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। গতকাল সকালে নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামে ১৬ একর ভূমির ওপর পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করা লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে পরিদর্শন কালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন,

আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও বিমান বন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমার আজ আবারও পরিদর্শনে এসেছি। বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি। -নোয়াখালী প্রতিনিধি 

 

গৃহকর্মী সেজে তথ্য সংগ্রহ, অতঃপর চুরি

কাজের বুয়া সেজে বিভিন্ন বাসার তথ্য সংগ্রহ করে চোর চক্রের সদস্য রুমা আকতার। পরে ওই তথ্য দেওয়া হয় চক্রের অন্য সদস্যদের। রাতে চক্রের সদস্যরাসহ এসে ওই বাসার মূল্যবান মালামাল চুরি করে। অবশেষে দুর্ধর্ষ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির বায়েজিদ থানা পুলিশ। তারা হলেন- সাইফুল, সাইফুদ্দিন, রুমা আকতার এবং আলম। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরী এবং নোয়াখালীর চর জব্বার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এক প্রবাসীর বাসার চুরি মামলার তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান মেলে। পরে নগরী ও নোয়াখালীতে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরির মালামাল। -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আউড়াল খিল থেকে হাফেজ শাহরাজ নামে এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহরাজ নোয়াখালীর হাতিয়া উপজেলার সেলিম উদ্দিনের ছেলে। তিনি ২০২১ সালের আগস্ট মাস থেকে আওড়ারখীল পাঞ্জেগানা মসজিদে ইমামতি করেন এবং বাগীশপুর কাঞ্জুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। পুলিশ জানায় গতকাল ভোরে মুসল্লিরা ফজর নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় মসজিদের পাশের ডোবার পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, লাশের পাশে টিউবওয়েলের ওপর জুতা, বালতি, গামছা এবং পাশের রশিতে লুঙ্গি ও মাটিতে জগ পাওয়া যায়।  -ফেনী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর