সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ত্রিমুখী সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ত্রিমুখী সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অনিয়ম, অবহেলা ও চিকিৎসকসহ ত্রিমুখী সংকট নিয়ে চলছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। প্রয়োজনীয় চিকিৎসক সংকট এবং ওষুধ সরবরাহ না থাকায় মৃত্যুঝুঁকিতে রয়েছেন সাধারণ রোগীসহ এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা গর্ভবতী মা ও শিশুরা। স্থানীয়দের অভিযোগ, ৫০ শয্যাবিশিষ্ট সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল না থাকা এবং সরকারি নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের দাম্ভিকতায় অনিয়ম ও অবহেলার কারণে সঠিক চিকিৎসাসেবা পাচ্ছেন না সাধারণ রোগীসহ মা ও শিশুরা। খাতা-কলমে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসক পদ থাকলেও মাত্র ছয়জন ডাক্তার রোগীদের সেবা দিয়ে থাকেন। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে। দৈনিক ওষুধ সরবরাহের তালিকায় রোগীদের মোট ২৩ প্রকারের ওষুধ দেওয়ার বিধান থাকলেও প্যারাসিটামল, এন্টাসিড, হিস্টাসিন, আয়রন, এমোক্সেসিলিন ও জ্বর ঠান্ডা, আমাশয়, ডায়রিয়ার ওষুধ ছাড়া আর কোনো ওষুধই দেওয়া হয় না। এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে হাসপাতালের ডাক্তারদের সখ্য থাকায় কমিশনের বিনিময়ে তাদের ওষুধ প্রেসক্রিপশনে লিপিবদ্ধ করে থাকেন। ফলে ফার্মেসি মালিকরা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। তাছাড়া কিছু ডাক্তারের রয়েছে নিজস্ব ফার্মেসি ও ক্লিনিক ব্যবসা। পাশাপাশি এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা বেশির ভাগ সময় স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়মিত রোগী দেখা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। সোনারগাঁ উপজেলা কমপ্লেক্সের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৭টি অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যক্তি মালিকানাধীন। সরকারিভাবে রোগীদের জন্য দুটি অ্যাম্বুলেন্স সেবা চালু থাকলেও নিয়োগপ্রাপ্ত চালক গাড়ি বিকল হওয়াসহ নানা অজুহাত দেখিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে বিভিন্ন হাসপাতালে রোগী পাঠান। এতে তিনি প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে কমিশন হিসেবে পকেট ভারী করে থাকেন। এ ছাড়া দৈনিক খাদ্য তালিকায় রোগীদের জন্য উন্নতমানের অনেক প্রকারের খাবার সরবরাহের বিধান থাকলেও প্রতিদিন ভর্তি হওয়া রোগীদের দেওয়া হচ্ছে মাত্র দু-চারটি পুরনো তালিকায় খুবই নিম্নমানের খাবার। গতকাল সকাল ১০টায় সরেজমিন  সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতাল টিকিট কাউন্টারের সামনে অর্ধশতাধিক নারী-পুরুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকলেও অধিকাংশ ডাক্তার, নার্স ও স্টাফ ছিলেন অনুপস্থিত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকেন ডাক্তার, নার্স ও স্টাফরা। বেলা ১১টায় নাস্তা খাওয়ার অজুহাতে এক দেড় ঘণ্টা ধরে ডাক্তাররা একটি রোমে বসে আড্ডা দিচ্ছেন, বাইরে দীর্ঘ সময় অপেক্ষমাণ ৭/৮ মাসের শিশুদের কোলে নিয়ে চিকিৎসাসেবা পাওয়ার আসায় বসে আছেন মায়েরা।

সর্বশেষ খবর