সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সড়কে ছয়জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ছয়জনের প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দিনাজপুর : দিনাজপুর-ঢাকা মহাসড়কের পার্বতীপুরের দৌলতপুর এলাকায় গতকাল সকালে শ্যামলী পরিবহনের বাস ও যাত্রীবাহী অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের দেলোয়ার হোসেন (৩৫) ও ইছাহাক আলী (৪০)। আহত আসাদুজ্জামানকে দিনাজপুর আবদুর রহিম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম : হাটহাজারীতে ট্রাক ও চাঁদের গাড়ির সংঘর্ষে মুহাম্মদ সাজিম নামে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। সকালে চট্টগ্রাম-নাজিরহাট সড়কের মীরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- লোকমান ও তারেক। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা : খুলনার চুকনগরে পরিবহনের ধাক্কায় সুজিৎ হালদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুজিৎ সাতক্ষীরার কপিলমুনি গ্রামের অসীত হালদারের ছেলে। বগুড়া : শাজাহানপুরের উপজেলার গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাতে ট্রাকের ধাক্কায় জাকির হোসাইন (৫০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আগড়া গ্রামের বাসিন্দা এবং গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। মাদারীপুর : দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন বাবু (২৮) নামের এক মোটরসাইকেল চালক। এ ঘটনায় দুই আরোহী আহত হয়েছেন। তাদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বাবু রাজৈরের ব্যাপারীপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর