সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাগরে বর্জ্য না ফেলার শপথ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সাগরে কিংবা নদীতে প্লাস্টিক বর্জ্য ও ঘন ফাঁসের জাল ফেলবে না এ মর্মে শপথ করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপকূলের জেলেরা। শনিবার শেষ বিকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ডাঙ্গা এলাকায় রাবনাবাদ নদীর পাড়ে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। এর আগে ৫০ জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে জীবন রক্ষাকারী উপকরণ লাইফ জ্যাকেট। এ ছাড়া আরও হতদরিদ্র অসহায় ৫০ জন জেলেকে শীতের পোশাক ও তিন শতাধিক জেলে পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা অপু সাহা, জেলা পরিষদের সদস্য এস এম মোশারেফ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিন্টু তালুকদার, ইউ এস এইড ওয়ার্ল্ড ফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতিসহ পাথওয়ের  স্বেচ্ছাসেবক ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জেলে মো. তৈয়বুর রহমান বলেন, ঝড় বন্যার সময় এ লাইফ জ্যাকেট আমাদের কাজে দাঁড়াবে। ট্রলারে জ্যাকেট থাকলে জীবনের ঝুঁকি অনেকটা কম থাকে। অপর এক জেলে মো. উজ্জ্বল মোল্লা বলেন, শীতের এ জ্যাকেট গায় দিয়া মাছ ধরতে পারবেন।

সর্বশেষ খবর