সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফসলের মাঠে হলুদের সমারোহ

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

ফসলের মাঠে হলুদের সমারোহ

আখাউড়া ও বিজয়নগর উপজেলায় চলতি মৌসুমে বিস্তীর্ণ এলাকাজুড়ে সরিষার আবাদ হয়েছে। সরিষার হলুদ ফুল যেন রাঙিয়ে দিয়েছে দিগন্তজোড়া মাঠ। যত দূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ। চারদিকে সরিষার খেত যেন বাতাসে দুলছে। হলুদ ফুলে ফুলে মৌমাছিরাও যেন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। হলুদের সমারোহে সজ্জিত সরিষার প্রতিটি ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। সবুজ শ্যামল প্রকৃতি ও ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে ফসলের মাঠের চিত্রও। সেই সঙ্গে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে আখাউড়া ও বিজয়নগরের গ্রামের দৃশ্য। সরিষার ব্যাপক ফলনে গ্রামীণ অর্থনীতিতে এক সম্ভাবনার হাতছানি দিচ্ছে। তবে শীত মৌসুমে প্রকৃতির অলঙ্কার হয়ে উঠেছে এ হলুদ সরিষার খেত। কিছুদিন পর মাড়াইয়ে তেলের জন্য প্রস্তুত করা হবে সরিষা। প্রতি বছর ফলন ভালো হওয়ায় ও স্থানীয় কৃষক সরকারি প্রণোদনা পাওয়ায় এ দুই উপজেলায় সরিষা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায়, আখাউড়া ও বিজয়নগরে এ মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ৫৭৫ হেক্টর জমি। এর মধ্যে আখাউড়ায় ৩৭৫ আর বিজয়নগরে ২০০ হেক্টর। প্রথম দিকে টানা কয়েক দিনের বৃষ্টিতে সরিষার কিছু ক্ষতি হলেও বর্তমানে অবস্থা খুবই ভালো। নানা প্রতিকূলতা উপেক্ষা করে অভাবনীয় সাফল্যের আশায় কৃষক মাঠের পরিচর্যায় ব্যস্ত। একই জমিতে বছরে একাধিক ফসল ফলাতে কৃষিতে সব ফসলের প্রণোদনার অংশ হিসেবে সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এর মধ্যে সরিষার উফশী জাতের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। সরেজমিনে বিজয়নগরের চরইসলামপুর,চান্দুরা, পত্তন; আখাউড়ার মোগড়া, মনিয়ন্দ ও ধরখারে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে সরিষা খেত হলুদ ফুলে একাকার হয়ে আছে। কৃষক ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর সরিষার ফলন ভালো হওয়ায় বাড়ছে জমির পরিমাণও। এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা। কম খরচে বেশি লাভের আশায় কৃষক আগাম জাতের ও অধিক ফলনশীল এ ফসলের আবাদ করেছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষক।

সর্বশেষ খবর