সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে স্বামী-স্ত্রী

৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য সোনাতলা উপজেলা সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন স্বামী (সাবেক ইউপি চেয়ারম্যান) জাকির হোসেন বেলাল ও তার স্ত্রী রোকসানা বেগম। ভোটযুদ্ধে স্বামী জাকির হোসেন বেলাল আনারস প্রতীক নিয়ে ও তার স্ত্রী রোখসানা বেগম চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। নানা জন এ বিষয়ে নানা প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন। চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বেলাল জানান, নির্বাচনে শেষ পর্যন্ত দুজনেই থাকব। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সবার আছে। স্বামী-স্ত্রী বলে কোনো কথা নেই। জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন তিনিই চেয়ারম্যান। তবে তিনি এ কথাও জানান যে নির্বাচনী কৌশল হিসেবে তার স্ত্রীকে প্রার্থী করা হয়েছে। মূলত আমার জন্যই ভোট চাওয়া। যদি প্রতিপক্ষ কোনো হয়রানি, ষড়যন্ত্র বা মিথ্যা মামলা করে আমাকে জেলে পাঠায় সেক্ষেত্রে আমার স্ত্রী যেন ভোট করতে পারেন সেজন্যই তাকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী জাকির হোসেন বেলালের স্ত্রী রোকসানা বেগম জানান, আমার স্বামীকে যেমন ইউনিয়নবাসী ভালোবাসেন। ঠিক তেমনি আমাকেও ভালোবাসেন। সে কারণে দুজনে প্রার্থী। মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন সেই হবেন চেয়ারম্যান। এদিকে চেয়ারম্যান প্রার্থী স্বামী জাকির হোসেন বেলালের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার, মাইকিং করে প্রচার-প্রচারণা চালানো হলেও  চেয়ারম্যান প্রার্থী স্ত্রী রোকসানা বেগমের চশমা প্রতীকের সমর্থনে কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি।  উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে বগুড়ার সোনাতলা উপজেলার সাতটি ইউনিয়নের সঙ্গে এ ইউনিয়নটির নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এ ইউপির নির্বাচনে স্বামী-স্ত্রী ছাড়াও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু (নৌকা)।

সর্বশেষ খবর