সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মুক্তিপণ চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নার্সারি করার স্থান দেখানোর কথা বলে দুই নার্সারি মালিককে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। রংপুর র‌্যাব অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।  গতকাল এ তথ্য রংপুর র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক  এএসপি খন্দকার গোলাম মোর্তুজা নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, গত ১৪ জানুয়ারি র‌্যাব জানতে পারে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ফুলবাড়ীর চওড়া গ্রামে অপহৃত ভিকটিমসহ একটি সংঘবদ্ধ মুক্তিপণ চক্র অবস্থান করছে। র‌্যাব রংপুরের ব্যাটালিয়ন সদর ও সিপিএসসি রংপুরের এক দল বিশেষ অভিযান পরিচলনা করে অপহৃত ভিকটিম দুজনকে ওই এলাকা থেকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মুক্তিপণ চক্রের সদস্য বাচ্চু চন্দ্র, স্বপন রায় এবং খাদিজা বেগমকে গ্রেফতার করা হয়। ভিকটিম খন্দকার শাহাবুল ইসলাম এবং ফারুক হোসেন তারা নার্সারি ব্যবসায়ী। খুলনা খালিশপুর গোয়ালখালীতে ভিকটিম খন্দকার শাহাবুল ইসলামের নিজ বাড়ি সংলগ্ন বিশুদ্ধ এগ্রো নার্সারি আছে। ওই নার্সারির ভিকটিমের স্ত্রীর মোবাইলে ফেসবুক আইডিতে মুকুল খন্দকার নামে চারা বেচাকেনার একটি পেজ খোলা আছে।

 ভিকটিম খন্দকার শাহাবুল ইসলামের নিজ বাড়ি খুলনার খালিশপুর এলাকায় মুক্তিপণ চক্রের সদস্যরা চারা ক্রয়ের উদ্দেশ্যে যায়। পরবর্তীতে নার্সারির চারা দেখে পছন্দ হয় এবং ভিকটিমকে তাদের বাগান করার জমি দেখার জন্য রংপুর আসতে বলে। মুক্তিপণ চক্রের আমন্ত্রণে খন্দকার শাহাবুল ইসলাম এবং মো. ফারুক হোসেন ১৩ জানুয়ারি খুলনা থেকে বাসযোগে রংপুর মডার্ন মোড়ে  নামে। পরবর্তীতে তাদের অপহরণ করে গঙ্গচড়ার একটি বাড়িতে চোখ বন্ধ করে আটকে রাখে এবং তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও টাকা না দিলে জানে মারার হুমকি দেয়। পরে র‌্যাব তাদের উদ্ধার করে। এ সময় মুক্তিপণ চক্রের মূলহোতা পলাতক আসামি আলমবিদিতর ইউনিয়নের মেম্বার রুহল আমিনের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৩টি তরবারি, ১টি মাইক্রোবাস এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ মুক্তিপণ চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রংপুর জেলার গঙ্গাচড়া থানার প্রত্যন্ত এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের মাধ্যমে অপহৃত ভিকটিমদের ছেড়ে দিত।

সর্বশেষ খবর