সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি ৭ কোটি টাকার কীটনাশক জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে তুলাবোঝাই ট্রাকে কীটনাশকসহ অন্যান্য পণ্য আমদানির অভিযোগে ৭ কোটি টাকা মূল্যের একটি চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। গতকাল সন্ধ্যায় বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনাল থেকে পণ্যচালানটি আটক করা হয়।

বেনাপোল কাস্টমস হাউস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাক সন্স স্পিনিং মিলস ভারত থেকে তুলা আমদানি করে। পণ্যচালানটি ১৭টি ট্রাকে করে আমদানি করা হয়। যার রপ্তানিকারক প্রতিষ্ঠান কলকাতার রোটাস ড্রেসইসফাস। গোপন সূত্রে খবর পেয়ে বন্দরের যুগ্ম কমিশনার-১ আবদুর রশিদ মিয়া পণ্যচালানটি জব্দ করে। তিনি বলেন, অবৈধ আমদানিকারকদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করা হচ্ছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, একটি বহিরাগত চক্র ভারতীয় তুলার ট্রাকে এসব পণ্য তুলে দিয়েছে।

সর্বশেষ খবর