মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তৎপর বন্যপ্রাণী শিকারি চক্র

বরগুনা প্রতিনিধি

বরগুনার বন্যপ্রাণী অবৈধ শিকার ও বিক্রির একটি চক্রের সন্ধান পেয়েছে বনবিভাগ। এ চক্রটি দীর্ঘদিন বরগুনার বিভিন্ন বন থেকে বন্যপ্রাণী শিকার করে বিক্রি করে এলেও তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বনবিভাগের কর্মচারীদের দায়িত্বপালনে উদাসীনতার সুযোগে এ চক্রটি সংঘবদ্ধ হয়েছে। গতকাল বিকালে বরগুনার সদর উপজেলার বড়বালিয়াতলী গ্রামে অবৈধভাবে বন্যপ্রাণী শিকারি চক্রের সন্ধান পায় গ্রামবাসী। তারা বাবুগঞ্জ বন বিভাগকে অবহিত করেন। এ চক্রের প্রধান মজিবরের বাড়ি থেকে উদ্ধার করা হয় খাঁচায় বন্দি বানরের দুই বাচ্চা, কয়েকটি ঘুঘু, ডাউক এবং ঘুঘু ধরার কয়েকটি ফাঁদ। গ্রামবাসী অভিযোগ করেন, বনবিভাগের লোকজন কয়েকটি ঘুঘু ধরার ফাঁদ ওই সময় ভেঙে ফেললে তারা বাধা দেয়।

আলামত হিসেবে একটি ফাঁদ নিয়ে আসে। গ্রামবাসী জানায়, মজিবর ও ইসমাইল মূলত এ চক্রের নেতৃত্ব দিয়ে আসছে। এদের সঙ্গে রয়েছে সেলিম, সুজনসহ কয়েকজন। চারজনকে গতকাল গ্রামবাসী চিহ্নিত করে বনবিভাগকে তাদের নাম-পরিচয় অবহিত করে। মজিবর আর ইসমাইল দ্রুতগামী ছোট ট্রলার নিয়ে বরগুনার টেংরাগিরি, ছোনবুনিয়া, টুলুরচরসহ উপকূলের বন থেকে বন্যপ্রাণী ও পাখি শিকার করে বিক্রি করে আসছে বলে ধারণা করছে গ্রামবাসী। বরগুনার বনবিভাগের রেইঞ্জার মতিয়ার রহমান জানান, উদ্ধারকৃত ঘুঘু এবং ডাউক অবমুক্ত করা হয়েছে। বানরের বাচ্চা দুটি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবমুক্ত করা হবে। এ ঘটনায় জড়িদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর