বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন একজনের আমৃত্যু কারাদন্ড

প্রতিদিন ডেস্ক

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন একজনের আমৃত্যু কারাদন্ড

কুষ্টিয়া ও সিরাজগঞ্জে দুটি হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে গতকাল। রায়ে চারজনের যাবজ্জীবন এবং একজনকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর-  কুষ্টিয়া : কুমারখালী উপজেলায় স্কুলছাত্র শহিদুল ইসলাম হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও একজনকে আমৃত্যু সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম গতকাল এ রায় দেন। আমৃত্যু কারাদন্ড পাওয়া আসামি হলেন সালাম মোল্লা। তিনি কুমারখালী উপজেলার কালিকাতলা এলাকার মুনছের মোল্লার ছেলে। যাবজ্জীবন সাজা হয়েছে একই উপজেলার শানপুকুরিয়া এলাকার আমির হামজার ছেলে সাইফুল ইসলাম ও কালিকাতলার হারুনার রশিদ হারুর ছেলে রেজাউল জোয়ার্দার কালু। ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হয়েছিল। ২৮ মে ভোরে কালিতলা এলাকার ডোবায় তার গলা কাটা লাশ পাওয়া যায়। ওই দিনই নিহত শহিদুল ইসলামের বাবা মুনছের আলী বাদী হয়ে হত্যা মামলা করেন।

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির গতকাল এ আদেশ দেন। দন্ড পাওয়া দুজন হলেন- উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন ও মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী।

সর্বশেষ খবর