শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

তৃতীয় মেঘনা সেতু জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করবে :  ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বাঞ্ছারামপুর-আড়াইহাজার তৃতীয় মেঘনা সেতু জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে। সিলেট-ঢাকা, চট্টগ্রাম-ঢাকা যোগাযোগব্যবস্থায় আসবে ব্যাপক পরিবর্তন। সেতুটি নির্মাণের ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ব্যবসা-বাণিজ্য দ্রুত প্রসার ঘটবে এবং কর্মংস্থানের সৃষ্টি হবে। শুধু দেশের নয়, আন্তর্জাতিক যোগাযোগ ক্ষেত্রেও ভূমিকা রাখবে এ সেতুটি। সেভেন সিস্টার (ভারতের সাত রাজ্য) যোগাযোগে নতুন বন্ধন সৃষ্টি করবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী এদেশের যোগাযোগব্যবস্থা ব্রিজ-কালভার্ট, রাস্তা ধ্বংস করে দিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন কাজ শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আত্মপ্রত্যয়ী নেতৃত্বে দেশ আজ উন্নত সমৃদ্ধ। বাঞ্ছারামপুর-আড়াইহাজার তৃতীয় মেঘনা সেতু এলাকা পরিদর্শনকালে গতকাল তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান হাইকমিশনার লি জ্যাং গুন, প্রধানমন্ত্রী কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের সচিব ও প্রধান নির্বাহী সুলতানা আফরোজ প্রমুখ।          -বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

 

বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী  ক্যানেলে রাতেও চলবে নৌযান

বাগেরহাটের বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলে রাতেও নৌযান চলার অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এখন থেকে এই নৌরুটে রাতের বেলা নৌযান চলাচলের আগের বিধিনিষেধ থাকছে না। ফলে গত রাত থেকেই আন্তর্জাতিক এ ক্যানেল দিয়ে দিনের মতোই কার্গো, কোস্টার ও ট্যাংকারসহ বিভিন্ন ধরনের নৌযান চলাচল করতে পারবে। নির্বিঘ্নে নৌযান চলাচলের জন্য নাইট নেভিগেশনের কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রকি জানান, এ ক্যানেলটি উন্মুক্ত করার পর শুধু দিনে নৌযান চলাচল করত। রাতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। বিআইডব্লিউটিএ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই নির্দেশনা বৃহস্পতিবার আমাদের হাতে এসে পৌঁছেছে। -বাগেরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর