শিরোনাম
সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ধর্ষণের শিকার ছাত্রীর ভর্তি বাতিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

রাজশাহীতে আট বছরের ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি জানতে পেরে মাদরাসায় ভর্তি বাতিলের ঘটনায় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তারাকে  নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, জেলা প্রশাসক ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সোমবার (আজ) ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির মা বলেন, ২০২০ সালের ২১ মার্চ শিশুটিকে ধর্ষণ করে এক কিশোর। ধারণ করা হয় ভিডিও। ঘটনা জানাজানি হলে পুলিশ ওই কিশোরকে আটক করে। বর্তমানে সে কারাগারে রয়েছে। শিশুটির মা আরও জানায়, ১০ দিন আগে রাজশাহী নগরীর উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসায় তার মেয়েকে ভর্তি করা হয়েছিল। ভর্তির তিন দিন পর তার মেয়েকে মাদরাসা থেকে বের করে দেওয়া হয়। তার মেয়ে ধর্ষণের শিকার হওয়ায় বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষ মাদরাসায় রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।   -নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সালিশ বৈঠকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে গতকাল সালিশ বৈঠকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় সাগর নামে এক যুবককে আটক গ্রেফতার করেছে। সাগরের লোকজনের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের নাম জয়নাল আবেদীন বদন (৪০)। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত জয়নাল একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন- নিহত জয়নালের ভাই বাচ্চু ও ওসমান এবং একই এলাকার সাগর (২৪)। চকরিয়া থানার ওসি ওসমান গনি জানান, মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একজন গ্রেফতার হয়েছে।           -কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর