বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আলোর মুখ দেখেনি আরটিপিসিআর ল্যাব

পটুয়াখালী প্রতিনিধি

নামমাত্র সাইনবোর্ড আর কক্ষে সীমাবদ্ধ রয়েছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইঞ্জ রিএ্যাকশন (আরটিপিসিআর) ল্যাব। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও লোকবল না থাকায় পটুয়াখালীতে দুই বছরেও আলোর মুখ দেখেনি আরটিপিসিআর ল্যাব। ফলে জেলায় করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। পটুয়াখালী ও বরগুনার ৩০ লক্ষাধিক মানুষ এ সেবা থেকে বঞ্চিত। করানো পরীক্ষার জন্য বাধ্য হয়েই তাদের যেতে হয় বরিশাল। ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন ‘পটুয়াখালীতে করোনা টেস্টের ল্যাব চাই’ গ্রুপের অ্যাডমিন অ্যাড. মুশফিকুর রহমান তুহিন বলেন, আরটিপিসিআর ল্যাবের জন্য আমরা ২০২০ সালের ২৮ জুন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলাম। এরপর কার্যক্রম শুরু হয়। কিন্তু যন্ত্রপাতির অভাবে এখন পর্যন্ত পরীক্ষা শুরু করা যাচ্ছে না।

জানা যায়, ২০২০ সালের ৯ এপ্রিল বরিশাল বিভাগে প্রথম পটুয়াখালীর দুমকীতে দুলাল নামে এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়। শুরু থেকেই পটুয়াখালীতে করোনা শনাক্তকরণ ল্যাব না থাকায় বরিশাল ও ঢাকা থেকে করোনা পরীক্ষা করাতে হয়। একপর্যায়ে সরকার পটুয়াখালীতে আরটিপিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়; যা এখন শুধুই স্বপ্ন। ফলে করোনা পরীক্ষা করাতে ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার রোগীদের। বর্তমানে পটুয়াখালীতে র‌্যাপিড এন্টিজেন টেস্ট ওজিনএক্সপার্ট মেশিনের মাধ্যমে করোনা শনাক্তকরণ কাজ চলছে। দীর্ঘদিন পটুয়াখালীতে করোনা শনাক্ত ও মৃত্যু নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে আবারও শনাক্তের হার বেড়েছে। দ্রুত এখানে আরটিপিসিআর ল্যাব চালুর দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি পটুয়াখালী জেলা সভাপতি কমরেড মোতালেব মোল্লা বলেন, আরটিপিসিআর ল্যাবের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিলাম। এখন পর্যন্ত সুফল পাইনি। আমরা কয়েকবার দেখা করেছি। এই আসছে, এই হচ্ছে বলে শুনছি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আরটিপিসিআর ল্যাবের রুম প্রস্তুত রয়েছে। আরটিপিসিআর ল্যাব চালুর জন্য মেডিকেল টেকনোলজিস্ট আটজন, ডাটা এন্টি অপারেটর চারজন, অফিস সহায়ক চারজন, পরিচ্ছন্নতাকর্মী চারজন প্রয়োজন। এ ছাড়া পরীক্ষার জন্য যন্ত্রাংশ দরকার। যা মন্ত্রণালয়ে ইতোমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এ ল্যাব চালু করা যায়।

সর্বশেষ খবর