বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গা নেই

শীতজনিত রোগ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কয়েক দিনের কনকনে শীত আর ঘন কুয়াশায় মানুষ যেন জবুথবু। এমন পরিস্থিতিতে বাড়ছে শীতজনিত রোগ-বালাই। ঠান্ডা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগসহ শীতকালীন নানা ধরনের রোগ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ব্যাপক হারে। বিশেষ করে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টসহ রোগীর ভর্তি বেড়েছে। শিশুদের প্রতিটি ওয়ার্ডেই শয্যা না থাকায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝেতেই। চিকিৎসকরা বলছেন, শীত আরও বাড়লে রোগীর সংখ্যাও বাড়বে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দেওয়া তথ্য মতে, সোমবার ২৪ ঘণ্টায় ৪৫ শিশু ভর্তি হয়েছে। হাসপাতলে এখন ভর্তি আছে ১২৫ শিশু। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আছে ৬৫ জন। শুক্রবার এখানে ভর্তি ছিল ৬২ জন। বৃহস্পতিবারে ডায়রিয়ার রোগী ছিল ৫২ জন। বুধবার রোগী ভর্তি ছিল ৫৬ জন। রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতে আবহাওয়া পরিবর্তনের ফলে সাধারণত যেসব রোগ দেখা দেয়, সেসব রোগীই তুলনামূলক বেশি। ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টের রোগীর সংখ্যা শীতের কারণে দ্বিগুণ বেড়েছে। রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক পার্থ মনি জানান, শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আক্রান্তদের অধিকাংশই ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘আমাদের এখানে রোগীর চেয়ে শয্যা এমনিতেই কম। তারপরও শীতের মধ্যে প্রতিটি ওয়ার্ডেই রোগীর চাপ বেশি। প্রায় দ্বিগুণ তিনগুণ রোগী আছে ওয়ার্ডগুলোতে।’

সর্বশেষ খবর