বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হাতি দিয়ে টাকা আদায়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাতি এনে গাজীপুরের কালিয়াকৈর  উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকান এবং সড়কে যানবাহন থামিয়ে টাকা আদায় করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বুধবার সকালে সড়কে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের কাছে থেকে হাতির শুঁড় দিয়ে থামিয়ে টাকা আদায় করতে দেখা গেছে। এতে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় হাতির মালিক বকুল মিয়া জানান, হাতির খাবার জোগাড় করার জন্য টাকা নেওয়া হচ্ছে। আকবর আলী জানান, কালিয়াকৈর বাজার থেকে মোটরসাইকেযোগে বাড়ি আসার সময় হাতির শুঁড় দিয়ে আটকিয়ে টাকা দাবি করেন। উপজেলার বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে ১০ বা ২০ টাকা করে আদায় করছেন। টাকা না দিলে গাড়ি ছাড়েন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর