কুমিল্লার গোমতী নদীর উত্তর পাড়ে অবস্থিত আদর্শ সদর উপজেলার একটি ইউনিয়ন পাঁচথুবী। এই ইউনিয়নে ১৩০০ বছরের তিনটি পুরাকীর্তির সন্ধান মিলেছে। এগুলো হলো- পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামে মোহন্তরাজার বাড়ি তথা মোহন্তের মুড়া, শরীফপুরে বৈষ্ণবরাজার বাড়ি তথা বৈষ্ণবমুড়া ও বসন্তপুর গ্রামে বসন্তপুরের বসন্ত রাজার বাড়ি। অভিযোগ রয়েছে, পুরাকীর্তিগুলো কেটে ধ্বংস করা হচ্ছে। এখান থেকে মাটি ও…