শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

বাগেরহাট প্রতিনিধি

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

মোরেলগঞ্জে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে ছয় গ্রামের মানুষ -বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটের মোরেলগঞ্জে সেতু ভেঙে দুর্ভোগে পড়েছেন ছয় গ্রামের মানুষ। উপজেলার সদর ইউনিয়নের বিশারীগাটা বাজার সংলগ্ন খালে সেতুটি দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ থাকার পরও সংস্কার না করায় এক মাস আগে ভেঙে পড়ে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নৌকায় খাল পারাপারে ঝুঁকি থাকায় অনেকের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। বাদুরতলা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খানম বলেন, বিশারীগাটা খালের সেতুটি ভেঙে পড়ায় তার স্কুলে প্রাক-প্রাথমিক ও শিশু শ্রেণির শিক্ষার্থী অনেক কমেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্লা হুমায়ুন কবির জানান, বিশারীঘাটা বাজার সংলগ্ন খালের ওপর সেতুটি ২৫ বছর আগে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। বিশারীঘাটা, নিশানবাড়িয়া, খাউলিয়া, বাদুরতলাসহ ছয় গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত সেতুটিতে পারাপার হতো। দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ থাকার পরও সংস্কার না করায় এক মাস আগে সেতুটি খালের মধ্যে ভেঙে পড়ে। ফলে জনদুর্ভোগ বাড়ছে। অনেকে আক্ষেপ করে বলছেন, আমাদের দেখার কেউ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর