সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উন্নয়নে বদলে যাচ্ছে টাঙ্গাইল

টাঙ্গাইল প্রতিনিধি

উন্নয়নে বদলে যাচ্ছে টাঙ্গাইল

টাঙ্গাইলের ১২টি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ২ হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে ৮৬৫ কোটি টাকার প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। ইতোমধ্যে  প্রায় ২০০ কোটি টাকার প্রকল্পের প্রাক্কলন তৈরি-পূর্বক দরপত্র আহ্বানের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইলফলক রচিত হবে।

জানা গেছে, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের অগ্রাধিকারভিত্তিক গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চাহিদা বিশ্লেষণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প : টাঙ্গাইল’ নামে একটি মেগা প্রকল্প গ্রহণ করে। স্ব স্ব স্থানীয় এমপিদের ডিও লেটারের অধিকতর গুরুত্ব দিয়ে ওই প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়। টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান,  প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে।

সর্বশেষ খবর