শিরোনাম
সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চিটাগুড় আমদানিতে বেড়েছে রাজস্ব আয়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দেশের চাহিদা মেটাতে দিনাজপুরের হিলি দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে চিটাগুড়। সুগার মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় এ স্থলবন্দর দিয়ে আগের তুলনায় চিটাগুড়ের আমদানি বেড়েছে। আমদানি বাড়ায় সরকারের  রাজস্বও বেড়েছে।

পাবনা থেকে হিলি বন্দরে চিটাগুড় নিতে আসা পাইকার রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে চিটাগুড়ের চাহিদার তুলনায় সুগার মিলগুলোতে তেমন উৎপাদন নেই। আমাদের ডেইরি ফার্মে আগে যেভাবে চিটাগুড়ের সরবরাহ ছিল এখন তাতে অনেকটা বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে দামও আগের চেয়ে বেড়েছে। তারপরও চাহিদামতো চিটাগুড় পাওয়া যাচ্ছে না। শুনেছি হিলি দিয়ে ভারত থেকে চিটাগুড় আমদানি হচ্ছে। ফার্মের চাহিদা মেটাতে হিলি বন্দরে এসেছি চিটাগুড় কিনতে।

সর্বশেষ খবর